Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রফিনগর

এক নজরে রাফিনগর ইউনিয়ন

ডিজিটাল বাংলাদেশ গড়া জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ । ৮৭ টি ইউনিয়ন ও ১১ টি উপজেলা বিশিষ্ট ৩১ লাখ লোকের বাস  সুনামগঞ্জ জেলায় ।সুনামগঞ্জ জেলার আয়তন ৩৪৩৫.৬৭ বর্গ কি.মি।৮৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে রফিনগর ইউনিয়ন পরিষদ একটি। ইহা দিরাই উপেজলার অন্তর্গত। ইহা দিরাই হতে ২৬ কিমি: পঁচ্চিম  অবস্থিত। রফিনগর ইউনিয়ন এর আয়তন   ১২,৭৬৪ বর্গ কিঃমিঃ

।৯টি ওয়ার্ড এবং ২৬টি গ্রাম নিয়ে এ ইউনিয়ন গঠিত।এ ইউনিয়নে  ৩৪৫৭৩  লোকের বাস।এর মধ্যে ১৭৯৯০জন পুরুষ এবং ১৬৫৮০ জন মহিলা। জনসেবার জন্য প্রশাসন এ লক্ষ্য ও উদ্দেশ্যে ইউনিয়ন পোর্টাল তৈরীর এ প্রয়াস। গবেষক ,পর্যটক, জ্ঞানপিপাসু ও দর্শনার্থীরা জেলা, উপজেলা এবং ইউনিয়ন এর গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ও স্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন এবং এর ফলে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনের সাথে সর্বস্তরের জনগণের দূরত্ব কমে আসবে এবং জনসেবার জন্য প্রশাসন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ উদ্যোগ নতুন দিগন্তের সূচনা করবে । সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে এ ইউনিয়ন  পোর্টাল চালু করা হলো। কিছু সীমাবদ্ধতা নিয়ে এর যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এটিকে উন্নততর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে যে কোন পরামর্শ, উপদেশ ও মতামত ধন্যবাদের সাথে সাদরে গ্রহণ করা হবে।

 

খানার সংখ্যা ৪৫৯৪টি।

শিখন প্রতিষ্টান

সরকারী প্রাঃ বিদ্যালয় ১০টি

রেজিষ্টার বিদ্যালয় ১৩টি

উচ্চ বিদ্যালয় ১টি

নিম্ন মাদ্যমিক ১টি।

মাদ্রাসা ১টি।